পোলট্রি খামারে ফুট বার্ন সমস্যা প্রতিকারের উপায় খামারিদের আগে থেকেই জেনে রাখা দরকার। লাভজনক হওয়ার কারণে বর্তমানে আমাদের দেশের ব্যাপকহারে পোলট্রি তথা মুরগির খামার গড়ে উঠেছে। খামারে মুরগি পালনের সময় নানাবিধ সমস্যায় পড়তে হয়। এর মধ্যে মুরগির ফুট বার্ন সমস্যা অন্যতম। আসুন তাহলে আজ জানবো পোলট্রি খামারে ফুট বার্ন সমস্যা প্রতিকারের উপায় সম্পর্কে-
ক্ষতিকর দিকঃ
১। আক্রান্ত মুরগী হাটতে পারে না বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে থাকে। বেশীর ভাগ ক্ষেত্রে বসে থাকার কারনে পরবর্তীতে হাটু (হক জয়েন্ট) ও বুকে (ব্রেস্ট মাসল) ডার্মাটাইটিস দেখা দেয়।
২। পায়ের পাতা শক্ত ও খসখসে হয়ে যায়। অনেক সময় পায়ের পাতা ফুলে যায় ও পায়ের পাতাতে ক্ষত হতে পারে। যা থেকে ন্যাকরোসিস হতে পারে।
৩। মুরগীর পা শুকিয়ে যায়। ও বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
৪। আক্রান্ত মুরগী ঠিক মত চলাফেরা করতে না পারার কারনে পরিমান মত খাদ্য ও পানি গ্রহন করতে পারে না। ফলে কাঙ্খিত ওজন আসে না। অনেক ক্ষেত্রে ওজন কমে যায়।
৫। পায়ের তলায় ক্ষত হলে তা জীবানুর প্রবেশ করার রাস্তা তৈরী করে দেয়।যা থেকে বিভিন্ন রোগ যেমন স্ট্রেফ ইনফেকশন হবার সম্ভাবনা তৈরী হয়।
প্রতিকারের উপায়ঃ
১। ফ্লোর স্পেস সঠিক ভাবে হিসাব করে বাচ্চা তুলতে হবে যেন ঘনত্ব বেশী না হয়।
২। লিটার শুষ্ক রাখতে হবে। লিটার ভিজে গেলে বা দলা পাকিয়ে গেলে দ্রুত তা সরিয়ে ফেলে নতুন শুকনো লিটার দিতে হবে। কন্ট্রোল হাউজের ক্ষেত্রে ৪-৬ ইঞ্চি পুরু করে লিটার দিতে হবে।
৩। কন্ট্রোল হাউজের ক্ষেত্রে তাপমাত্রা, আদ্রর্তা, বায়ুপ্রবাহ সঠিকভাবে নিয়ন্ত্রন করতে হবে।
৪। পানির পাত্র বা পাইপ লাইন ফ্লোর থেকে উচুতে ঝুলিয়ে দিতে হবে।পানির পাত্র সঠিক সংখ্যায় দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে মুরগীগুলো যেন পানি খেতে প্রতিযোগীতা না করে।
৫। এছাড়াও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।