কবুতরের খাদ্য ব্যবস্থা কেমন হওয়া দরকার সে বিষয়ে কবুতর পালনকারীরা অনেকেই জানেন না। আমাদের দেশে অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে আবার কেউ কেউ শখের বসে কবুতর পালন করে থাকেন। কবুতর পালনে খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে জেনে নিব কবুতরের খাদ্য ব্যবস্থা কেমন হওয়া দরকার সেই সম্পর্কে-
কবুতরের খাদ্য ব্যবস্থা কেমন হওয়া দরকারঃ
কবুতরকে খাবার দেওয়ার আগে খাদ্য যতদূর সম্ভব পরিষ্কার করে দিতে হবে। যেমন- পটাশ পানি বা লবণ পানিতে ধুয়ে রোদে শুকিয়ে দেওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যেসব খাবার আবার ধোয়া সম্ভব না, যেমন- তিসি, চীণা,কাওণ, সবুজ মটর ইত্যাদি, তবে কিছু ধোয়া তা খুবই জরুরী, যেমন কালী মটর, লাল বাজরা, সাদা দেশী মটর, লাল মটর, মূগ ডাল,সরিষা ইত্যাদি।
কোন উপদান কি পরিমান দিবেন তা নিচে দেয়া হলঃ
- খোশা যুক্ত মাষকলাই ডাল ৫%
- লাল গম ১০%
- খোশা যুক্ত মসুর ডাল ৫%
- লাল বাজরা ৫%
- সাদা বাজরা ৫%
- হলুদ ভুট্টা (ছোটো) ১০%
- সবুজ মটর(GREEN PEAS) ৫%
- সাদা দেশী মটর (ডাবলী ছোটো) ১০%
- খোশা যুক্ত মুগ ডাল ৫%
- তিসি ২%
- সরিষা ২%
- খোশা যুক্ত খেসারি ডাল ৫%
- কালোজিরা ২%
- মেথি ২%
- চাল (ঢেকী ছাটা লাল চাল হলে ভালো) ৫%
- লাল মটর ৫%
- কালী মটর ৫%
- ছোলা বুট ৫%
- হেলেণ ডাল ২%
- চীনা ২%
- বাদাম ২%
- ক্যানারি শীড ২%
- ব্রয়লার গ্রয়ার ৫%
- খোসা যুক্ত কাঊণ ২%
- কুসুম ফুলের বীচী ২%
- সূর্যমুখী ফুলের বীচী ২%
সব খাদ্যই যে দিতে হবে এমন কোন বাধ্যবাধকটা নেই, তবে কবুতরে পছন্দ অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধিতে খামারিদের করণীয়
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার