সরবরাহ বাড়ায় নাটোরের পাইকারি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। এতে উৎপাদন খরচ না উঠায় গত বছরের মতো এবারও লোকসান গোনার কথা বলছেন চাষিরা। বাইরের জেলার ক্রেতা না আসায় সবজির দাম কমছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, ভোরে নাটোরের পাইকারি বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, আলুসহ নানা ধরনের সবজি নিয়ে হাজির হন চাষিরা। বেলা গড়ার সাথে সাথে জমজমাট হতে থাকে বেচাকেনা। বাজারে প্রতি কেজি ফুলকপি ১৮ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১৫ থেকে ১৮ টাকা, মূলা ১০ থেকে ১২ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, লাউ ৮ থেকে ১০ টাকা, নতুন আলু ৫০ থেকে ৮০ টাকা, করলা ২৫ থেকে ৩০ টাকা, বেগুন ৬ থেকে ১২ টাকা এবং পেঁপে ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলেছেন, বাজারে তেমন ক্রেতা দেখা যাচ্ছে না। তারপরও বাজারে দাম কম। সবাই লোকসান গুনছেন। এ সপ্তাহে দ্বিগুণ সরবরাহ হয়েছে এবং ক্রেতা নেই। এর কারণে দাম অনেক কমে গেছে। সরবরাহ এমন থাকলে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।