কুড়িগ্রামে একটি ছাগল ৬টি বাচ্চা প্রসব করেছে। জেলার ফুলবাড়ীতে এক বাড়িতে একটি দেশি ছাগল ৬ টি বাচ্চার জন্ম দিয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। একটি দেশি ছাগলের ৬টি বাচ্চা জন্ম হওয়ার খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঐ বাড়ীতে ভিড় করছেন স্থানীয়রা।
জানা যায়, ছয়টি বাচ্চার জন্ম দেওয়া ওই ছাগলের মালিক মোঃ আসমত আলী ও তার স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগমের বাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজেরকুটি গ্রামে। আসমত আলী পেশায় একজন অটোচালক এবং স্ত্রী মনোয়ারা বেগম একজন গৃহিনী।
ছাগলের মালিক আসমত আলী ও তার স্ত্রী বলেন, আমাদের একটি ছাগলের ৬টি বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশি। এই দেশি জাতের ছাগলটি কয়েক বারে মোট ১৫টি বাচ্চার জন্ম দিয়েছে।
উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডাঃ কৃষ্ণ মোহন হালদার জানান, চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক। কখনও পাঁচটিও হয়। তবে ৬টি বাচ্চা জন্ম নেওয়া ব্যতিক্রম, তবে অস্বাভাবিক কিছু নয়।