মরিচের বাম্পার ফলনেও হতাশ ফুলবাড়ীর কৃষকরা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মরিচের বাম্পার ফলন হলে বাজারে মরিচের দাম নিয়ে চরম হতাশা দেখা দিয়েছে। দাম কম হওয়ায় খরচ উঠবে কিনা তা নিয়ে অনেকেই শঙ্কায় রয়েছেন।
জানা যায়, উপজেলার গোরকমণ্ডপ, চরগোড়ক মণ্ডল, গজেরকুটি, বালাহাট , নাওডাঙ্গা, বালাটারী কুরুষাফেরুষা এলাকায় কৃষকরা ব্যাপকহারে মরিচের চাষ করেছেন। কৃষকরা অধিক লাভের আশায় শতশত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে মরিচ চাষ করেছেন। দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠছে না কৃষকের।
মরিচ চাষি মকবুল হোসেন বলেন, আমি প্রতি বছর ৫-৭ বিঘা জমিতে মরিচের চাষ করে থাকি। এবারের মৌসুমে আমি ৫ বিঘা জমিতে মরিচের চাষ করেছি। প্রতি বিঘা জমিতে মরিচ চাষ করতে কমপক্ষে ১৫-২০ হাজার টাকা খরচ হয়। দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না। তাই এবার লোকসানে পড়তে হচ্ছে।
উপজেলার কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক পরিচর্যা করায় এবার মরিচের চাষে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ নেই। তাই মরিচের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে মরিচের দাম কিছুটা কম। যারা আগাম মরিচ চাষ করেছেন তারা বেশ লাভবান হয়েছেন।