বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সরিষা চাষ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে নওগাঁর বদলগাছীতে লক্ষ্য ছাড়িয়ে সরিষা চাষ করে সারা জাগিয়েছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে হদুদের সমাহার।
উপজেলার কৃষি অফিস জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে সরিষার চাষ আবাদ হয়েছে। ফলন ভালো হলে এবার কৃষকরা লাভবান হতে পারবেন।
কৃষক বাবুল হোসেন বলেন, আমি প্রায় ১০ কাটা সরিষা চাষ করেছি, আশা করছি ৫মণ সরিষা পাব। সরিষার বীজ ও সার উপজেলা কৃষি অফিস থেকে দিয়েছে। আমি আশা করছি ১০মণ ফলন পাব। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে আমিসহ অনেকেই লাভবান হবেন।
উপজেলার কৃষি অফিসার হাসান আলী বলেন, এবারের সরিষা চাষের লক্ষ্য মাত্রা ছিল ১হাজার ৫০ হেক্টর আবাদ হয়েছে প্রায় ১২শ হেক্টর জমিতে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে সরিষা চাষ চাষ হয়েছে।