খামারে গরু পালনে নিয়মিত যেসব যত্ন নিতে হয় সেগুলো খামারিদের জেনেই খামার শুরু করতে হবে। বর্তমানে আমাদের দেশের অনেকেই গরুর খামার গড়ে তুলছেন। গরু পালনের মাধ্যমে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। আজকের এ লেখাতে আমরা জেনে নিব খামারে গরু পালনে নিয়মিত যেসব যত্ন নিতে হয় সেই সম্পর্কে-
খামারে গরু পালনে নিয়মিত যেসব যত্ন নিতে হয়ঃ
১। সকালে গরুর গোবর ও মুত্রসহ অন্য কোন ময়লা থাকলে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। পরে প্রয়োজন হলে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। এতে খামারে রোগের প্রাদুর্ভাব অনেকেটাই কমে যাবে।
২। আবহাওয়া ঠিক থাকলে খামারের গরুকে গোসল করিয়ে দিতে হবে। গরুকে গোসল করানো হলে গরুর শরীর পরিষ্কার ও জীবাণুমুক্ত হবে। এছাড়াও গরুকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করবে।
৩। খামারের গরুকে নিয়মিত পুষ্টিকর ও ভিটামিন জাতীয় খাদ্য প্রদান করতে হবে। সবচেয়ে ভালো হয় সকাল বেলা গোসলের পরে গরুকে কাঁচা ঘাস খাওয়াতে দিলে। এতে গরুর শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে।
৪। খামারে দুধ উৎপাদনকারী গাভী থাকলে স্বাস্থ্যসম্মত উপায়ে গাভীর দুধ দোহান করতে হবে। তবে সম্পূর্ণ দুধ দোহান করা যাবে না বাছুরের জন্য কিছু দুধ রেখে দিতে হবে।
৬। গরুর খাদ্য চাহিদা অনুসারে সময় ভাগ করে গরুকে খাদ্য প্রদান করতে হবে। এছাড়াও গরুর জন্য সব সময় বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা রাখতে হবে।
৭। খামারে গরুর আচরন পর্যবেক্ষণ করতে হবে এবং সন্দেহ হলে গরুর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কোন গরু অসুস্থ হয়ে গেলে সেই গরুকে আলাদা করে রেখে চিকিৎসা করাতে হবে।
আরও পড়ুনঃ ভিআর প্রযুক্তি ব্যবহারে বাড়তি দুধ দিচ্ছে গাভী, খুশি খামারি!
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার