গরুর সাধারণ রোগব্যাধি দেখা দিলে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো ডেইরি খামারিদের জানা দরকার। লাভজনক হওয়ার কারণে বর্তমানে অনেকেই খামারে গরু পালন করছেন। গরু পালনে যেমন লাভবান হওয়া যায় তেমনি সঠিক ব্যবস্থাপনা না জানলে লোকসানও হয়ে থাকে। আসুন আজকের এই লেখায় আমরা জেনে নিব গরুর সাধারণ রোগব্যাধি দেখা দিলে করণীয় সম্পর্কে-
গরুর সাধারণ রোগব্যাধি দেখা দিলে করণীয়ঃ
১। গরুর সাধারণ রোগে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে নিয়মিত যত্ন নিতে হবে। এই সময় গরু যাতে প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সাধারণ রোগে গরুকে বেশি বিশ্রামের ব্যবস্থা করতে হবে।
২। এমন হলে রোগটি সবার আগে নিশ্চিত হতে হবে। গরুর রোগের কারণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া গেলে রোগের জন্য সঠিক চিকিৎসা করা যাবে। আর এ জন্যই গরুর কোন রোগ হলে শুরুতেই তা পরিক্ষা করতে হবে।
৩। গরুর থাকার স্থানে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। গরুর বাসস্থানে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে গরু দ্রুত শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে।
৪। শুরুতেই প্রাকৃতিক উপায়ে সেই রোগটি ভালো করানোর চেষ্টা করতে হবে। সাধারণ কোন রোগের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ওষুধ প্রয়োগ করা হলে অনেক সময় তা উপকারের চেয়ে ক্ষতির কারণ হতে পারে। তাই গরুর সাধারণ রোগের জন্য সব সময় প্রাকৃতিক উপায়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৫। রোগে আক্রান্ত হওয়া গরুকে কোনভাবেই বিরক্ত বা আঘাত করতে দেওয়া যাবে না। দরকার হলে রোগে আক্রান্ত গরুকে আলাদা করে রাখতে হবে।
৬। রোগ নির্ণয় করার আগে কোনভাবেই গরুকে না বুঝে টিকা প্রদান করা যাবে না। সাধারণ রোগের শুরুতেই কম ক্ষমতাসম্পন্ন ওষুধ গরুকে প্রদান করতে হবে। আর এতে কাজ হলে গরুকে টিকা প্রদানের কোন প্রয়োজন হবে না।
আরও পড়ুনঃ খামারে গরু পালনে নিয়মিত যেসব যত্ন নিতে
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার