মোংলা প্রতিনিধি:
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে একটি মৎস্য ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ জানুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়েছে।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা এলাকা মাহমুদ হোসেন দুখু থানায় অভিযোগের ভিক্তিতে জানান, বুধবার রাতে একই এলাকার মোঃ হানিফ এর পুত্র মোঃ সাইফুলকে মৎস্য ঘেরের ভিতর বালতিতে করে কি জেন ছিটিয়ে দিচ্ছে,
ঘেরের ভিতর থেকে ভেড়িতে উঠে আসলে উপস্থিত লোকজনের সামনে জিঙ্গাসা করলে বিবাদী সাইফুল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গলদা-বাগদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তাঁর লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।
এ ঘটনায় মোংলা থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে সাইফুল বলেন, ঐটাতো আমার ঘের,আমার ঘেরে আমি বিষ দেবো কেন?
মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করেছে তাঁরা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।