বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সুখবর থাকতে পারে বাজেটে পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য : সার্টিফিকেট পোড়ানোর ঘটনায় ইউএনও বাজারে এলে আইফোন ১৫, বন্ধ হতে পারে যেসব পুরনো স্মার্টফোন এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-০৭ টি শূন্য পদে নিয়োগ দেবে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমছে, বেড়েছে ভাঙানোর হার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আজকে ঝাড়ু দিয়া মাইরও দিছে আমারে, লাথিও মারছে : সানাইয়ের স্বামী ভিডিও ফাঁসের ঘটনায় অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

সাইন্সের স্টুডেন্ট হওয়ায় ‘বাণিজ্য’ মেলায় যাবেন না নারায়ণগঞ্জের শামীম

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

১ জানুয়ারি থেকে রাজধানীর উপকণ্ঠে নতুন শহর পূর্বাচলে বঙ্গবন্ধু বিবিসিএফইসি সেন্টারে মাসব্যাপী শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২। তবে এবার বাণিজ্য মেলার পরিবেশ কিছুটা থমথমে বলে জানিয়েছেন স্থানীয়রা। করোনা পরিস্থিতিতে আগের মতো মানুষ না হওয়া ছাড়াও আরও একটি কারণ আবিষ্কার করেছেন বাণিজ্য মেলা পরিষদ।

 ‘বাণিজ্য’ মেলা হওয়ায় এতে বিজ্ঞান এবং মানবিক বিভাগের ছাত্ররা আসা কমিয়ে দিয়েছে। ঠিক কখন, কোথায় এবং কীভাবে এই আন্দোলনের সূচনা হলো তা কেউ বলতে পারছে না।  

এই আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণকারী এক তরুণের সাথে কথা বললেই ঘটনার সত্যতা মেলে। তার নাম শামীম খন্দকার (১৮), বাসা নারায়ণগঞ্জ। বাণিজ্য মেলার কোল ঘেঁষে বসবাস করলেও কেন মেলায় যান নি—এমন প্রশ্নেই মেলে কাঙখিত উত্তর।শামীম জানান, ‘ফ্রাঙ্কলি স্পিকিং, আমি ছোটবেলা থেকে বিজ্ঞান বিভাগে পড়েছি, কমার্স (বাণিজ্য), আর্টস (কলা) কিংবা হিউম্যানিটিজ (মানবিক) বিভাগের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। তাই গত বছর থেকেই আমিসহ আমার বেশকিছু বন্ধু ‘বাণিজ্য’ মেলা বয়কট করছি। আমরা মনে করি, সাইন্সের আলাদা একটা বিউটি আছে, ক্লাস আছে যেটা বাকিদের নাই। আমরা জাস্ট ক্লাস মেইনটেইন করছি.. এইতো…’  

শামীমের এ ধরনের বক্তব্যকে অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা তীব্র নিন্দা জানালেও বিজ্ঞান বিভাগের ছাত্রদের ভেতর ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মানবিক বিভাগের মামুন (১৬) নামের এক তরুণ বলেন, ‘তাইলে একটা মানবিক মেলা হোক। সেইখানে যায়া আমরা একে অন্যের প্রতি মানবিকতা প্রদর্শন করি। সেখান থেকে কেউ কেউ হয়তো মানবিক বিয়ে শাদীও করবে। এইতো আপনারা চান, তাই তো?’

একই ধরনের মন্তব্য করেছে কলা বিভাগের শিক্ষার্থীরাও। ফারুক নামের এক শিক্ষার্থী বলেন, ‘হে হে.. ভালো জিনিস বলছেন। এইবার একটা ‘কলার মেলা’ করেন। সেখানে বিভিন্ন ধরনের কলা পাওয়া যাবে৷ সবরি কলা, সাগর কলা, চম্পা কলা, বিদেশী কলা সবকিছু… সেলারদের কাছে যেয়ে আপনার কী ধরনের কলা লাগবে জাস্ট বলবেন। সেইম ডিজাইন বিভিন্ন কালার পাওয়া যাবে…হে হে হে.. আপনারা আবার অন্য কিছু ভাইবেন না।‘

এদিকে অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীদের এমন কথাবার্তা শুনে বেশ আনন্দ পাচ্ছেন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। তাদের ভেতরই নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমার বয়ফ্রেন্ড পড়ে সরকারি বিজ্ঞান কলেজে। ও মেলায় আসে। আসবে না কেন? এটা তো ওর শ্বশুর মেলা। আমিও বিজ্ঞান মেলায় যাই, ওটা আমার শ্বশুর মেলা।’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102