টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিওআইপি সেবাদাতা ৭২৯ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।
এসব প্রতিষ্ঠানকে সব ধরণের কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে। এখন হতে এদের কোনো সেবা নেয়া এবং কোনো লেনদেন করা যাবে না।
বিটিআরসি বলছে, মেয়াদউত্তীর্ণ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। রোববার এই লাইসেন্স বাতিলের নোটিস জারি করে সংস্থাটি।
দেশে ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় ভিওআইপি কলের সংখ্যা ব্যাপকহারে কমে গেছে। সামনে এই ব্যবসায় তাই তেমন আর কোনো সম্ভাবনা দেখছেন না খাতটির ব্যবসায়ীরা।