টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়ালি করার নির্দেশনা দেয়া হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও এই নির্দেশনা এলো।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এর আদেশক্রমে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বুধবার থেকে বিচার কাজ ভার্চুয়ালি চলবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ অনুযায়ী এবং এ সংক্রান্ত ইতোপূর্বে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে আপিল বিভাগে এবং হাই কোর্ট বিভাগের সকল বেঞ্চে ১৯ জানুয়ারি থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’
করোনার প্রকোপের মধ্যে দেড় বছরের বেশি সময় পর ২০২১ সালের ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।
আর দুই মাস না যেতেই আবারও শুরু হলো ভার্চুয়াল কোর্ট।