কৃষিবিদ মোঃ রাজু আহমেদঃ দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়িতে প্রায় ৫০ জন খামারির অংশগ্রহণে ‘লেয়ার খামার ব্যবস্থাপনা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ ই জানুয়ারি ২০২২, জামালপুরের সরিষাবাড়ীতে সিয়াম পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনের সহযোগিতায় উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইয়ন ফিডের আরএসএম কামাল আহমেদ, টিএসআই শাহিনুল ইসলাম ও ডাঃ গোলাম আহসান সহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

উক্ত সেমিনারে নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত নিরাপদ প্রাণি খাদ্যের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। শীতকালে লেয়ার খামার ব্যবস্থাপনায় কি ধরনের জটিলতা হয় এবং তার সমাধান কিভাবে করবেন তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
ইয়ন গ্রুপ শুরু থেকে কৃষি সেক্টরে কিভাবে বিভিন্ন স্তরের খামারিদের সহায়তায় মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতে তার ধারা অব্যাহত থাকবে তা সম্পর্কে ধারনা দেয়া হয়। এসময় খামারিরা ইয়নের ফিড, মেডিসিন ও টেকনিক্যাল সহায়তার ভূয়সী প্রশংসা করেন।