সংক্ষিপ্ত তালিকার সেরা তিনে জায়গা করে নেয়া লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহকে হটিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় ২০২১ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদস্কি। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয় এই পুরষ্কার।
তবে ভোটের এই লড়াইয়ে মেসি এবং লেভানদস্কির লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। দুজনের মধ্যকার পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ৪ পয়েন্ট।
সেরা হওয়া লেভানদস্কির পয়েন্ট ৪৮। দুই নম্বরে থাকা মেসির পয়েন্ট ৪৪। তৃতীয় হওয়া মোহাম্মদ সালাহর পয়েন্ট ৩৯। চতুর্থ হওয়া করিম বেনজামার পয়েন্ট ৩০।
পঞ্চম হয়েছেন কান্তে। তার পয়েন্ট ২৪। সমান ২৪ পয়েন্ট পেয়েছেন জর্জিনহো। ২৩ পয়েন্ট নিয়ে সাতে আছেন রোনালদো। কিলিয়ান এমবাপ্পে আছেন ১৬ পয়েন্ট নিয়ে আটে। ১১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ডি ব্রুইন এবং ১০ পয়েন্ট নিয়ে দশে আছেন নেইমার।