মনোসেক্স তেলাপিয়ার রোগ দমনে করণীয় যে কাজগুলো রয়েছে সেগুলো মৎস্য চাষিদের সঠিকভাবে জানতে হবে। এখনকার দিনে আগের মতো নদী-নালা, খাল-বিলে আর তেমন মাছ পাওয়া যায় না। তাই অনেকেই পুকুরে মাছ চাষ শুরু করেছেন। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম। আসুন আজকে জেনে নিব মনোসেক্স তেলাপিয়ার রোগ দমনে করণীয় সম্পর্কে-
মনোসেক্স তেলাপিয়ার রোগ দমনে করণীয়ঃ
পুকুরে চাষ করার ক্ষেত্রে তেলাপিয়া অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ। তবে মাছের অধিক মজুদ, ঘনত্ব ও বদ্ধ জলজ পরিবেশে পরিত্যক্ত খাবার এবং মাছের বিপাকীয় বর্জ্য ও অন্যান্য পচনের ফলে পানি দূষিত হয়ে অনেক সময় রোগের ঝুকি বেড়ে যায়। তেলাপিয়া সাধারণত প্রটোজোয়ান প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এ অবস্থায় আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ২০০ থেকে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করতে হবে। দ্রুত আরোগ্য লাভের জন্য আক্রান্ত মাছকে ১,০০০ লিটার পানিতে ২৫ থেকে ৩০ মিলিলিটার ফর্মালিন মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট গোসল করাতে হবে। অনেক সময় তেলাপিয়া মাছ ষ্ট্রেপটোকক্কাস ও এরোমোনাট সেপটিসেমিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে। এরূপ হলে ১ থেকে ২ গ্রাম এরিথ্রোমাইসিন বা অক্সিটেট্রাসাইকিলিন প্রতি কেজি খাবারে মিশিয়ে ৫ থেকে ৭ দিন খাওয়াতে হবে।
শীতে মাছের রোগের ঝুঁকি কমাতেঃ
শীত আসার শুরুতেই হতে ১৫ দিন পর পর প্রতি শতাংশে ২৫০ গ্রাম লবন ও ১৫০ গ্রাম চুন/জিওলাইট প্রয়োগ করতে হবে। তার পরও রোগের প্রাদুর্ভাব হলে পুকুরে জীবানুনাশক ব্যবহার করতে হবে। প্রতি কেজি খাবারে ৫ গ্রাম অক্সিটেট্রাসাইকিন ও ২ গ্রাম ভিটামিন-সি মিশিয়ে ১০ দিন প্রয়োগ করতে হবে।