স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর এক ম্যাচ উপহার দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া। তবে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে ডিয়াগো সিমিওনের দলটি।
প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় ভ্যালেন্সিয়া। কিন্তু বিরতির পর ম্যাথিউস কুনহার অসাধারণ নৈপুন্যে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।
অ্যাতলেটিকোর মাঠে অনুষ্ঠিত ম্যাচের ম্যাচের ২৫ মিনিটে মুসাহর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৪৪ মিনিটে হুগো দুরো ব্যবধান দ্বিগুন করেন।
বিরতির পর বদলি হয়ে মাঠে নামেন কুনহা। ৬৪ মিনিটে একটি গোল করে খেলায় ফেরান অ্যাতলেটিকোকে। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে কোরেয়া গোল করে সমতায় ফেরান অ্যাতলেটিকোকে। দুই মিনিট পরই কুনহার অ্যাসিস্টে হারমোসো গোল করে অ্যাতলেটিকোকে অবিশ্বাস্য জয় এনে দেন।