মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

ঢালিউডের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে ছুটে আসছেন শাহরুখ খান

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন আসন্ন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। তার মাধ্যমেই গঠিত হবে দ্বিবার্ষিক কমিটি। এ উপলক্ষে নির্বাচনী হাওয়া বইছে এফডিসি, ফেসবুকসহ  সকল সামাজিক মাধ্যমে। ইমনকে ধাক্কা, রিয়াদের কান্না, পাল্টাপাল্টি নানান অভিযোগে এফসিডির নির্বাচন যেন যেকোন দেশের নির্বাচনের চেয়ে অনেক বেশি আলোচিত ও উৎসবমুখর।

এই আলোচনা ছুঁয়ে গেছে হলিউড থেকে বলিউড সব জায়গাতেই। জানা গেছে, বলিউড কিং শাহরুখ খান ছুটে আসছেন ভোট দিতে।

নিজের একটি ফেক আইডি থেকে শাহরুখ বলেন, ‘আমি আসলে এই নির্বাচন নিয়ে অনেক এক্সাইটেড। বলিউডে এমন নির্বাচনের কোন ছোঁয়া নাই, অথচ ঢালিউডে কত উৎসব! এগুলো দেখে আমি নিজেকে ধরে রাখতে পারেনি। মাঝে মাঝে আফসোসও হয়, ইশ যদি ঢালিউডে কাজ করতে পেতাম! আর কিছু না হোক, ভোট তো করতে পারতাম। একবার ভোটে দাঁড়াতে না পারলে নায়ক হিসেবে ক্যারিয়ারে একটা বিশাল অপূর্ণতা থেকে যাবে।’

কাকে ভোট দেবেন শাহরুখ? জানতে চাইলে কৌশলী জবাব দেন বলিউড কিং। তিনি বলেন, ‘জায়েদ খানকে ভালো লাগে। এদিকে রিয়াজ ভাইয়ের কান্নাটা হৃদয় ছুঁয়ে গেছে। দেখি শেষ পর্যন্ত কাকে ভোট দেয়া যায়।’  

যদিও শাহরুখ আসায় খুব একটা বিচলিত না জায়েদ খান। তিনি বলেন, ‘শাহরুখ একটা পার্শ্বঅভিনেতা। সে আসলো নাকি আসলো না এই বিষয়ে আমার কোন মাথাব্যথা নেই। তাছাড়া হের তো ভোটাধিকারই নাই! হেহে!’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102