ফেব্রুয়ারী মাসে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে ইউরোপিয়ান জায়ান্ট ইতালি। এই দুটি ম্যাচের জন্য তারা যে দল ঘোষণা করেছে সেখানে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান দুই তারকা জোয়াও পেড্রো এবং লুইজ ফিলিপ।
আগামী ৬ ফেব্রুয়ারী ইতালি প্রথম ম্যাচে খেলবে ফ্রান্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। এই দুটি ম্যাচের জন্য আজকে দল ঘোষণা করেছে ইতালি।
দলে জায়গা পেয়েছেন দারুণ খেলতে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইজ ফিলিপ। ব্রাজিল ও ইতালির নাগরিকত্ব থাকায় এবং ব্রাজিলে ডাক না পাওয়ায় ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপ।
এছাড়া ইতালিয়ান লিগে খেলা আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেড্রোও ডাক পেয়েছেন। একই সঙ্গে কয়েক বছর পর ফের জাতীয় দলে ফিরেছেন মারিও বালোতাল্লি।