মানিকগঞ্জ সদরের তরা ঘাটের আড়তে কমেছে সব রকম মাছের দাম। প্রতিকেজি মাছে দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। মাছের দাম কমায় তাই অন্যান্য দিনের তুলনায় ক্রেতা সমাগমও বেড়েছে অনেকখানি। এতে করে ক্রেতারা সন্তুষ্ট হলেও হতাশ হয়ে পড়ছেন ব্যবসায়ীরা
জানা যায়, প্রতি কেজি বড় রুই ১৮০ থেকে ২১০ টাকা, কই ৪০০ থেকে ৪২০ টাকা, শোল ৩০০ থেকে ৩২০ টাকা, মলা ১৬০ থেকে ১৯০ টাকা, রয়না ৪২০ থেকে ৪৩০ টাকা, বোয়াল ৭০০ থেকে ৭২০ টাকা, ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, টাটকিনি ২০০ থেকে ২২০ টাকা, বাটা ১৩০ থেকে ১৪০ টাকা এবং চিতল ৪০০ থেকে ৪২০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলার এই মৎস্য আড়তে প্রতিদিন অর্ধশতাধিক আড়তদার এবং ৭০০ এরও বেশি পাইকারের মাধ্যমে ৭০ লাখ থেকে ৮০ লাখ টাকার মাছ বেচাকেনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।