উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। আসরের দুই হট ফেবারিট দলদুটির একটিকে নিতে হবে দ্বিতীয় রাউন্ডেই বিদায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোদ্রিগোর কাছে জানতে চাওয়া হয় রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি ম্যাচ নিয়ে তার ভাবনা কি? জবাবে রোদ্রিগো বলেন, ” এই লড়াইটি আরও পরে হতে পারত। তাদের বিশ্বের সেরা কয়েকজন প্লেয়ার রয়েছে। আমরা জানি এটা কঠিন লড়াই হতে যাচ্ছে। কিন্তু সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ এনে দিতে পারে। আর নেইমারের বিপক্ষে খেলা বিশেষ কিছু।”
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে আসতে পারেন কিলিয়ান এমবাপ্পে। যদি সেটা হয় তাহলে কি রোদ্রিগো ক্লাব ছাড়বেন? এমন প্রশ্নে রোদ্রিগো বলেন, “আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলা এবং আমি এখানে খেলা ব্যতিত আর কিছু ভাবছি না। আমি এখানে রিয়াল মাদ্রিদে অনেক বছর খেলতে চাই।”