আজ সকালে রূপান্তরের বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের আওতায় আজ বাগেরহাট জেলায় ওমিক্রণ ভ্যারিয়েন্টের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রূপান্তরের ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী খালেদা হেসেন মুন,
এ্যাডভোকেসি সমন্বয়কারী তসলিম আহম্মেদ টংকর, স্ক্রিম প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার মোঃ আল-ইমরান মুন্না ও শিল্পী রানী ডাকুয়া প্রমুখ।
এ দিকে আজ সকালে একই সাথে মোংলা উপজেলা ও শরনখোলা উপজেলায় অনুরূপ প্রচারনা কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ওমিক্রণ ভ্যারিয়েন্টের ব্যাপক পাদুর্ভাবের প্রেক্ষিতে খুলনা সিটি কর্পোরেশনসহ দাকোপ এবং বটিয়াঘাটা উপজেলায়ও অনুরূপ প্রচারণা কার্যক্রম চলছে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রূপান্তর পরিচালিত করোনার ভয়াবহতা বিষয়ক প্রচারণার কার্যক্রমের উদ্বোধন করেন।