গত কিছুদিন আগে জ্বর, সর্দি, কাশি নিয়ে কোভিড টেস্ট করান বেসরকারি চাকরিজীবী মাসুদ। কিন্তু ৩ দিন পর হাতে আসা রিপোর্টের কোভিড নেগেটিভ আসায় হতাশায় মুষড়ে পড়েছেন তিনি।
এমন সঙবাদ জানার পর স্বাভাবিকভাবেই হতাশায় মুষড়ে পড়ি আমরাও। কোভিড পজেটিভ আসলে মানুষ হতাশ হবে, অথচ নেগেটিভ আসায় উনি কেন হতাশ হলেন? এমন প্রশ্ন আমাদেরকে কুরে কুরে খাওয়ার এক পর্যায়ে মাসুদের সাথে কথা বলি আমরা।
কথা বলে জানা যায়, বুক ভরা পজেটিভ আসার আশা নিয়ে কোভিড টেস্ট করান তিনি। সেজন্য অপ্রত্যাশিত এই নেগেটিভ রিপোর্টকে একদমই মেনে নিতে পারেননি। মাসুদ বলেন, ‘বুক ভরা স্বপ্ন ছিলো পজেটিভ আসবো। আত্মীয় স্বজনকেও খবর দিছি। অনেকে আসছে, কেউ পথে। অথচ শেষে শুনি এই কথা। খারাপ তো লাগবেই। এখন আমি ওদেরকে মুখ দেখাবো কী করে? মান ইজ্জত আর কিছু থাকলো না।’
জানা যায়, আত্মীয় স্বজনের সাথে সেলিব্রেট করার পর কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যানও ছিলো মাসুদের। টিকেট কাটা হয়েছে। সাগরের বুকে ঝাঁপাঝাঁপির জন্য কিনেছেন হাফপ্যান্টও। মাসুদ বলেন, ‘এখন এই হাফপ্যান্ট নিয়ে আমি কোথায় যাবো? বিক্রির জন্য উই গ্রুপে পোস্টও দিলাম। কেউ কমেন্ট করেনি। আপনার পরিচিত কেউ আছে? ১৫০ টাকা দিয়ে কিনছি, ১০০ হলে বিক্রি করে দিবো।’
নেগেটিভ আসায় তো এইগুলো করার সুযোগ আপনার বেশি? হতাশ হচ্ছেন কেন? আমাদের এমন প্রশ্নে মাসুদ উত্তেজিত হয়ে পড়েন। চেয়ার চাপড়ে আমাদেরকে বলেন, ‘নেগেটিভ আসার পর অফিস থেকে ছুটি কে দিবে? তোর বাপ?’
জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা করিনি।