সুন্দরবন ডেক্স: পূর্ব সুন্দরবনের দুবলারচরের খাল থেকে উদ্ধারকরা মৃত রয়েল বেঙ্গল টাইগারেরর ময়নাতদন্ত শনিবার (২৯ জানুয়ারী) আজ সকালে শরণখোলা রেঞ্জ সদরে সম্পন্ন করা হয়েছে।
ময়নাতদন্তকারী কর্মকর্তা জানান, নয় ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ১৫/১৬ বছর বয়সী পুরুষ বাঘটি বার্ধক্যজনীত ও শীতের কারণে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সঠিক কারণ নির্ণয়ের জন্য বাঘের চামড়া, দাঁত, মাংস ও হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে তা ঢাকায় রাষায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ঐ প্রাণী সম্পদ কর্মকর্তা জানান।
মৃত বাঘটির ময়নাতদন্ত করেন, শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন।
এ সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শামসুল আরেফিনসহ বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, শরণখোলা রেঞ্জ সদরে শনিবার সকালে বাঘের ময়না তদন্ত শেষে মৃত বাঘের দেহটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী কেন্দ্রে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে।