মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

ওয়ার্ডল কিনে নিয়েছে নিউইয়র্ক টাইমস

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
ওয়ার্ডল কিনে নিয়েছে নিউইয়র্ক টাইমস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আলোচিত শব্দভিত্তিক গেম ‘ওয়ার্ডল’ কিনে নিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সফটওয়্যার প্রকৌশলী জশ ওয়ার্ডল তার সঙ্গী পলক শাহ’র জন্য গেমটি তৈরি করেন এবং কয়েক মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে যায় গেমটি। যাত্রা শুরুর চার মাসের মধ্যেই গেমটি বড় অঙ্কের বিনিময়ে অধিগ্রহণ করেছে নিউইয়র্ক টাইমস। অধিগ্রহণের অঙ্কটি প্রকাশ করা না হলেও সেটি সাত ডিজিটের বলে উল্লেখ করা হয়েছে।

গেমটি ভাইরাল হওয়ার বিষয়ে নিজে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন উল্লেখ করে জশ ওয়ার্ডল বলেন, ‘সত্যি বলতে গেমটি যে এভাবে জনপ্রিয় হয়ে উঠবে সেটা আমি ভাবিনি। বরং উল্টো কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম এবং একটা বাড়তি দায়িত্ব মনে হয়েছে খেলোয়াড়দের জন্য। চিন্তাটা এসেছিল, গেমটি যাতে কোন সমস্যা ছাড়াই খেলোয়াড় যারা আগ্রহী তারা খেলতে পারেন।’

তবে অধিগ্রহণটি করে খুশি দ্য নিউইয়র্ক টাইমসের ক্রসওয়ার্ড এডিটার উইল শর্টজ। তিনি বলেন, ‘এটা দারুন একটা পাজল গেম। সবচেয়ে বড় ব্যাপার গেমটি খেলতে বেশি সময় লাগে না যা বর্তমান সময়ের দ্রুত মনযোগ সরে যাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য বেশ উপকারী।’

নিউ ইয়র্ক টাইমস গেমস বিভাগের জেনারেল ম্যানেজার জোনাথন নাইট জানান, ‘আমরা গেমটির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই খুশি। গেমটি আমাদের অনেকগুলো গেমকে একসঙ্গে জুড়ে দিতে পেরেছে যা সত্যিই দারুণ।’

অক্টোবরে শুরুর পরে চলতি বছরের প্রথম মাসেই এখন নিয়মিত গেমটি খেলছেন ৩ লাখ মানুষ!

সূত্র: রয়ার্টাস, বিবিস, দ্য নিউ ইয়র্ক টাইমস/এনএইচ




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102