ক্ষীরার বাম্পার ফলনে হাসি ফুটেছে সিরাজগঞ্জের তাড়াশের কৃষকদের মুখে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের অনুকূলে থাকায় ক্ষীরার চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন কৃষকরা। এখানকার উৎপাদিত ক্ষীরা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এখান থেকে ক্ষীরা কিনে নিয়ে যাচ্ছেন।
তাড়াশ উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বারুহাস ইউনিয়নের দিঘরিয়া, কুশম্বি, বিনসাড়া, নাদোসৈয়দপুর, বিন্যাবাড়ী, তালম ইউনিয়নের তালম, উপর সিলোট, রানীহাট, সগুনা ইউনিয়নের কাটা বাড়ী ও মাগুড়া বিনোদ ইউনিয়নের বিভিন্ন মাঠে ক্ষীরার চাষ তুলনামূলক ভাবে এবার অনেক বেশি হয়েছে।
স্থানীয় কৃষকরা বলছেন, এবারের মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত ক্ষীরা বিক্রির জন্য তাড়াশ উপজেলার দিঘুরিয়া ক্ষীরার আড়ত প্রায় ২০ বছর আগে চালু হয় প্রতিদিন সকাল ১০টা থেকে আড়তটিতে শুরু হয় ক্ষীরা বেচা-কেনা।
উপজেলার কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার লুনা জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪২৮ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে এবং ফলনও আগের তুলনায় অনেক ভালো। ধান আবাদের চেয়ে ক্ষীরা চাষ লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।