খামারে গরুর সঠিক যত্ন ও পরিচর্যা করতে যে কাজগুলো করতে হবে সেগুলো আমাদের দেশের বেশিভাগ ডেইরি খামারিরাই জানেন না। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু পালন করা হয়ে থাকে। গরু পালনের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আসুন আজকের এই লেখায় আমরা জেনে নিব খামারে গরুর সঠিক যত্ন ও পরিচর্যা সম্পর্কে-
খামারে গরুর সঠিক যত্ন ও পরিচর্যাঃ
১। খামারে গরু থাকার স্থানে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তবে শীতের দিনে যাতে ঠাণ্ডা না লাগে সেজন্য খামারে চারদিকের পর্দার ব্যবস্থা রাখতে হবে।
২। প্রতিদিন সকাল বেলা গরুর খামার ভালোভাবে পরিষ্কার করতে হবে। সম্ভব হলে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে। এতে গরুর রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে।
৩। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে ৪ থেকে ৫ দিন গরুকে গোসল করিয়ে দিতে হবে। এতে গরুর শরীরের ময়লা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং গরু রোগ জীবাণুর দ্বারা সহজেই আক্রান্ত হবে না।
৪। গরুর খামার বা খামারের আশপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ রাখা যাবে না। এতে গরু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খামার ও এর আশপাশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।
৫। গরুকে নিয়মিত ও সঠিক সময়ে প্রত্যেক দিন খাদ্য প্রদান করতে হবে। প্রয়োজন হলে দিনের কয়েক সময় গরুর চাহিদা অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে। আর খাদ্যের সাথে প্রয়োজন অনুসারে ভিটামিন ও মিনারেল প্রদান করা যেতে পারে।
৬। গরুর থাকার স্থান থেকে একটু দূরে নির্দিষ্ট জায়গায় গোবর ও মূত্র ফেলতে হবে। কাছাকাছি বা পাশে ফেললে সেখান থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুনঃ গাভী পালনে যে পরামর্শগুলো মেনে চলা জরুরী
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার