চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। জেলা সদরের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চাপিলা গ্রামে পুকুরের পানিতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, নাছিমা বেগম একই এলাকার মাহাবুব জমাদ্দারের বিরুদ্ধে সদর থানায় পুকুরে বিষ দিয়ে ১ লাখ টাকার মাছ নিধন এবং জোড়পূর্বক আরো প্রায় ৩ লাখ টাকার মাছ প্রকাশ্যে জাল ফেলে তুলে নিয়ে যাওয়ার লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নাছিমা বেগমের ভাই আলমগীর বলেন, ৫ বছরের জন্য ২টি পুকুর মাহাবুব জমাদ্দারের কাছ থেকে নেওয়া হলেও কাগজে কলমে সময় পার হয়েছে মাত্র ৩ বছর। আমি ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করার সুযোগ কাজে লাগিয়ে প্রকাশ্যে মাহাবুব জমাদ্দার আমাদের প্রায় ৪ লাখ টাকার মাছের ক্ষতি করেছে।
চাঁদপুর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত কাজ চলছে। একজনের লিজকৃত পুকুরের মাছ আইনগতভাবে অন্যজন নিতে পারে না।
আরো পড়ুনঃ চৌবাচ্চায় তেলাপিয়া মাছ চাষ ও খাদ্য ব্যবস্থাপনা
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার