বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যে সুখবর থাকতে পারে বাজেটে পড়াশোনা আসলে চাকরি পাওয়ার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য : সার্টিফিকেট পোড়ানোর ঘটনায় ইউএনও বাজারে এলে আইফোন ১৫, বন্ধ হতে পারে যেসব পুরনো স্মার্টফোন এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-০৭ টি শূন্য পদে নিয়োগ দেবে সঞ্চয়পত্রের বিনিয়োগ কমছে, বেড়েছে ভাঙানোর হার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ হেলেনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে চান নোরা ইউক্রেনে আরও ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আজকে ঝাড়ু দিয়া মাইরও দিছে আমারে, লাথিও মারছে : সানাইয়ের স্বামী ভিডিও ফাঁসের ঘটনায় অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

পদ হারানোয় জায়েদ খানকে খান বংশের কলঙ্ক বললেন সালমান খান

  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
পদ হারানোয় জায়েদ খানকে খান বংশের কলঙ্ক বললেন সালমান খান

ক’দিন আগেই টানটান উত্তেজনার ভেতর শেষ হলো জাতীয় শিল্পী সমিতির নির্বাচন। তবুও, এ যেন রবি ঠাকুরের ‘শেষ হইয়াও হইল না শেষ’ এর মতই এক অভিব্যক্তি। এ নির্বাচনে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেও গতকাল জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছে আপিল বোর্ড। জানা গেছে, নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে। তাঁর পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

এমন ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের জায়েদ খানের অসংখ্য ভক্ত অনুসারী এবং শুভানুধ্যায়ীরা। তালিকার বাইরে নেই সালমান খানসহ বলিউডের অন্যান্য খানরাও। জানা গেছে, নতুন করে সাধারণ সম্পাদক ঘোষণার পর জায়েদের পদ হারানোতে রাগে ফেটে পড়েছেন সালমান। 

এক গণমাধ্যমে তিনি বলেন, ‘জায়েদ আমাদের ‘খান’ বংশের কলঙ্ক। ওর মতো একটা পটেনশিয়াল ছেলে যদি সামান্য একটা পদ ধরে রাখতে না পারে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমরা এত খান মিলে এতদিন যে অর্জন করেছিলাম জায়েদ এক দিনেই তা ধুলোয়  মিশিয়ে দিল।’

জায়েদ খানের উপর ক্ষেপেছেন বলিউড কিং শাহরুখ খানও। জায়েদ খানের হারে বেশ হতাশ এই তারকা বলেন, ‘ভাবছিলাম ও ঢালিউডের সাধারণ সম্পাদক হলে ওর ক্ষমতা কাজে লাগিয়ে আমি বলিউডের পদটা দখল করে নিবো! কিন্তু ও করলোটা কী! এখন আমারই বা কী হবে।’

জায়েদে এমন হারে শুরুতে হতাশ হলেও নিজেকে সামলে নিয়েছেন বলিউড পারফেকশনিস্ট আমির খানে। জায়েদকে হতাশ না হয়ে লেগে থাকার আহবান করে তিনি জানান, ‘জায়েদকে নিয়ে আরোও বেশি স্বপ্ন দেখেছিলাম। ওর অভিনয় তো বরাবরের মতোই সেরা, ওর গুণমুগ্ধ ভক্ত আমি৷ ব্রিটল বিস্কুটের অ্যাড দেখতে দেখতে আমার বাসায় সবাই এখন ব্রিটল বিস্কুটের পাগল। বরিশালের আমড়ার বিজ্ঞাপনও দেখেছি৷ অসাধারণ কাজ! ভাবছি এই আমড়া খাবার জন্য হলেও বাংলাদেশে আসবো একবার। তবে জায়েদের হেরে যাওয়াটা মেনে নিতে পারছি না। চাদরের কথাও কানে এসেছিলো। কী হতো ২০০০ এর বদলে আর সামান্য কিছু বেশি দিলে? লাগলে আমাদের কাছে বলতো। ইন্ডাস্ট্রিতে ভাই ব্রাদার ছাড়া টিকে থাকা যায়, বলেন তো? তবুও জায়েদকে বলবো, থেমে যাবার কিছু নেই। এরকম বাধা আসবেই, এগিয়ে যাও ভাই….!’

জায়েদের বির্বুদ্ধিতায় কিছুটা অবাক হয়েছেন সদ্য প্রয়াত বলিউডের আরেক খান ইরফান খান। তিনি বলেন, ‘আমাকে বলতে পারতো। এখানে আমার কিছু বন্ধুবান্ধব হইছে, ওদেরকে সহ গিয়ে ভোট দিয়ে আসতাম। ও কী জানে না, আমাদের ভোট ছাড়া জিতা এত সহজ না।’

তবে জায়েদ খান হেরে গেলেও হিরো আলমের ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছেন বলিউডের খানরা। এ ব্যাপারে শাহরুখ খান বলেন, ‘ শুনেছিলাম হিরো আলম ঢালিউড ছেড়ে বলিডের আসার ভাবনা আপাতত বাদ দিয়েছেন। এই দিক দিয়ে চিন্তা করলে অবশ্য খুব খারাপ হয় নাই। হিরো আলম বলিউডে সিনেমা বানানো শুরু করলে আমরা কী করে খেতাম? বউ-বাচ্চা নিয়ে পথে বসা লাগতো।’




Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102