আটলান্টিক মহাসাগরে ভাসছে লাখ লাখ মরা মাছ। সাগরে মরা মাছ ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্নতা জানিয়েছে পরিবেশবিদরা। তাই কিভাবে ও কেন মাছ মারা যাচ্ছে তা তদন্তের জন্য নির্দেশ দিল ফ্রান্স প্রশাসন। ফ্রান্সের উপকূলীয় মন্ত্রী মাছ মারা যাওয়ার ঘটনাকে ‘বিস্ময়কর’ বলে অবহিত করেছেন।
ফ্রান্সের উপকূলীয় মন্ত্রী জানান, এ ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। আটলান্টিক মহাসাগরে হাজার হাজার মাছ মরে যাওয়ার ঘটনা প্রথমে নজরে আনে ‘সি শিফার্ড’ নামে ফ্রান্সের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের টুইটার পেজ থেকে মরা মাছের স্তুপের ছবি পোস্ট করে লেখা হয়, ‘‘বিস্কে উপসাগরের লা-রোচেল উপকূলে এই ঘটছে।’’ এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। নানারকম মাছ মারা যাওয়ার ছবি দেখে বিস্ময় প্রকাশ করে ফ্রান্সের সরকারি মহলও।
এর মধ্যে গত শুক্রবার বিবৃতি দেয় মৎস্য ও ট্রলার ব্যবসায়ীদের সংগঠন। তারা জানায়, আটলান্টিকে এই ঘটনা বিরল। তারা এই ঘটনার নেপথ্যে লিথুয়ানিয়ার একটি ভেসেলকে দায়ী করেছে। তবে বড় মাছ ধরতে গিয়ে ওই ভেসেল থেকে অনিচ্ছাকৃত ভাবে রং সমুদ্রে ছড়িয়ে পড়ে। তার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ফ্রান্স প্রশাসন চায় এর চুলচেরা তদন্ত।
আরো পড়ুনঃ মাছের খাদ্য তৈরির উপকরণ ও খাদ্য তৈরির
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার