হবিগঞ্জে পেঁপে ও বরই চাষে সফল হয়েছেন হারুনুর রশিদ রুবেল। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামের বাসিন্দা। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর বাড়িতে ফিরে এসে বরই ও পেঁপে চাষের সিদ্ধান্ত নেন। তার বন্ধুরা ফল চাষে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিলেন। পরে তিনি য় কৃষি অফিসারদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে সাফলতার দেখা পেয়েছেন।
জানা যায়, কৃষি অফিসারদের পরামর্শে রুবেল রংপুর থেকে সিডলেস কুল, অস্ট্রেলিয়ান বল সুন্দরী, কাশ্মিরি আপেল কুল, গ্রিন লেডি জাতের পেঁপে চারা সংগ্রহ করেন। বাড়ির পাশে প্রায় ৬০ শতক জমিতে ২০২১ সালের মার্চ মাসে রোপণ করেন সিডলেস কুল, অস্ট্রেলিয়ান বল সুন্দরী, কাশ্মিরি আপেল কুল গাছের চারা। এর ফাঁকে রোপণ করেন গ্রিন লেডি জাতের পেঁপে গাছের চারাও। এরই মধ্যে রয়েছে ২০৫টি কুল ও ৩০০টি পেঁপে গাছের চারা।
কৃষক রুবেল বলেন, সঠিক পরিচর্যা করার ফলে গাছে গাছে এখন ফল এসেছে। গত বছরের জুলাই মাস থেকে পেঁপে বিক্রি শুরু করি। আর একই বছরের ১৭ ডিসেম্বর থেকে কুল বিক্রি শুরু করি। এখন পর্যন্ত দুই লাখ টাকার ফল বিক্রি করেছি। আরও প্রায় দেড় লাখ টাকার ফল বিক্রি করা যাবে বলে আশা করছি।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খান জানান, রুবেলের বাগান দেখে এলাকার কৃষক ও বেকার যুবকরা উৎসাহিত হয়েছেন। পতিত জমি ফেলে না রেখে ফল চাষে লাভবান হওয়া সম্ভব। যেকোনো ধরনের ফল বা ফসল চাষে কৃষি বিভাগ চাষিদের সহযোগিতা করবে।