কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর অর্থায়নে এবং জিটিআই এর পরিচালনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ৯ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট জিটিআই শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল এর কনভেনর ও পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূইয়া, ভেটেরিনারির অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ মকবুল হোসেন,মাৎস বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন ও উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন অর-রশিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ প্রফেসর ড. মোঃ গোলাম ফারুক। প্রশিক্ষণ কোর্সের কোর্স-কোর্ডিনেটর প্রফেসর এ.কে.এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহক্ারী প্রফেসর গোলাম মোহাম্মদ মোস্তাকিম।