ফজলুর রহমান, রংপুরঃ রংপুরে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় রংপুরের তারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর রংপুর উপকেন্দ্রের বাস্তবায়নে উপজেলার সয়ার ইউনিয়নের এলাহী বাজার নামক স্থানে এ মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুমের সভাপতিত্বে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা’র রংপুর উপকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ইনচার্জ ড. মোহাম্মদ আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান ও মোতাব্বের হোসেন, সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ্ আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, সয়ার ইউপি সদস্য মিতাউর রহমান মিতু, বিনাসরিষা-৯ চাষী আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।