গরু পালনে প্রয়োজনীয় যত্ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা কেমন হবে তা খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। বর্তমানে আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে গরু পালন করা হয়ে থাকে। গরু পালনের মাধ্যমে অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছেন। সেজন্য গরু পালনে সঠিক ব্যবস্থা গ্রহণ করা দরকার। আসুন আজকে জেনে নিব গরু পালনে প্রয়োজনীয় যত্ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে-
১। পালন করা গরুকে নিয়মিত গোসল করাতে হবে এবং প্রয়োজনে ব্রাস দিয়ে শরীর ভালোভাবে ঘসে দিতে হবে। এতে শরীরের পশম উজ্জ্বল ও চকচক করবে।
২। গরু যদি নিজ ইচ্ছায় নির্দিষ্ট পরিমাণ খাবার না খায় তবে বাঁশের চোঙা বা প্লাস্টিকের বোতলে করে জোর করে পেট ভর্তি করে খাওয়াতে হবে। কারণ পশু যত খাবে তত তাড়াতাড়ি শরীরের মাংস বাড়বে।
৩। প্রয়োজনের অতিরিক্ত নড়াচড়া করতে দেওয়া যাবে না। গরুকে কোন প্রকার কাজে খাটানো যাবে না, গরুকে উত্তেজিত বা বিরক্তত করা যাবে না।
৪। গরুকে প্রতিদিন পরিমাণমত কাঁচা ঘাস ও খড় দিতে হবে।
৫। গরুর বাসস্থান সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এতে গরুর খামারে রোগ-জীবাণুর আক্রমণ কম হবে।
৬। সপ্তাহে একদিন বাসস্থান, খাবার পাত্র জীবাণুনাশক ঔষধ যেমন- সোডা, ডেটল/ স্যাভলন দ্বারা পরিষ্কার করতে হবে।
৭। খাদ্য সংরক্ষণের জায়গা পরিষ্কার রাখতে হবে যাতে ইঁদুর বা কুকুর নষ্ট না করে।
৮। দৈহিক ওজনের উপর ভিত্তি করে দানাদার খাদ্য সংরক্ষণ করতে হবে। খামারে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।
৯। পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস ঘরে রাখতে হবে।
১০। নিয়মিত কৃমিনাশক ঔষধ দিতে হবে।
১১। বাহিরের লোকজনকে গরুর কাছে যেতে দেওয়া যাবে না।
১২ । সপ্তাহে একবার গরুর ওজন নিতে হবে।
১৩। পশু অসুস্থ হলে সঙ্গে সঙ্গে নিটস্থ পশু হাসপাতালে নিতে হবে ও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।