পটুয়াখালীতে বিষক্রিয়ায় ৫ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি খামারের ৫ শতাধিক হাঁস বিষক্রিয়ার কারণে মারা গেছে। আর এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঐ হাঁসের খামারি সোহাগ সিকদার। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।
জানা যায়, হাঁসের খামারটি ওই গ্রামের গোলাম হোসেন সিকদারের ছেলে রাসেল আহমেদ ওরফে সোহাগ সিকদারের। তিনি প্রায় ১৫ বছর ধরে হাঁসের খামার দিয়ে জীবিকা নির্বাহ করছেন। বিষক্রিয়ায় হাঁস মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি।
খামারের মালিক সোহাগ সিকদার বলেন, আমার বাড়ির পাশের খাল থেকে শনিবার সন্ধ্যায় হাঁসগুলো খামারে নিয়ে যাই। পরে রোববার ভোরে খামারে গিয়ে দেখি সবগুলো হাঁস মারা গেছে। হাঁসগুলো মারা যাওয়ায় আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারিনি।
বাউফল থানার ওসি আল মামুন জানান, আমাদের কাছে হাঁস মারা যাওয়ার কোন আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুনঃ ভোলায় দিন দিন বাড়ছে হাঁসের খামার
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার