মাশরুম চাষে স্বপ্ন দেখছেন বিরামপুরের মেহেরুন নেছা। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা। উপজেলায় এই প্রথমবারের মতো তিনি নিজ উদ্যোগে শুরু করেছেন মাশরুম চাষ। চাষের অল্পদিনেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। তার দেখাদেখি এখন অনেকেই মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
জানা যায়, ৪ মাস আগে নিজ বাড়িতে পরিত্যক্ত তিনটি ঘরে বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। অল্প কয়েক দিনের মধ্যে তার মাশরুম চাষ এলাকায় সাড়া জাগায়। গত বছর নভেম্বরে জেলা হটিকালচারাল অফিস থেকে ১০ হাজার টাকায় ১৮৩টি মাশরুমের বীজ সংগ্রহ করে নিজ বাড়িতে এনে সাড়ে ৪০০ পিস সিলিন্ডার তৈরি করে মাশরুম চাষ শুরু করেন।
চাষি মেহেরুন নেছা বলেন, স্বামীর সহযোগিতায় আমার বসতবাড়িতে অনেকটা শখের বসেই ইউটিউব দেখে মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠি। এতে আমার স্বামী ও ছেলে সহযোগিতা করে। প্রতিমাসে প্রায় ৫০ কেজির মতো মাশরুম উত্তোলোন করছি। এখন প্রতি মাসে এখন থেকে ২০ হাজার টাকা আয় হচ্ছে আমার।
উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল জানান, মাশরুম চাষ বেশ লাভজনক। মাশরুম চাষে জায়গা অনেক কম লাগে, সময়ও কম লাগে। মাশরুম একটি সুস্বাদু সবজি। এটা চাষে আমরা সার্বিক সহযোগিতা করবো।