শীতে পুকুরে চাষ করা মাছের সঠিক পরিচর্যা করতে যেসব কাজ করতে হবে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। আমাদের দেশের প্রাকৃতিক উৎসগুলোতে বর্তমানে ব্যাপকহারে মাছ চাষ করা হচ্ছে। আজকের এই লেখাতে আমরা জেনে নিব শীতে পুকুরে চাষ করা মাছের সঠিক পরিচর্যা সম্পর্কে-
শীতে পুকুরে চাষ করা মাছের সঠিক পরিচর্যাঃ
১। মাছ চাষ করা পুকুরের পানি কমে গেলে পুকুরে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।
২। পুকুরের মাটি ও পানির গুনাগুন ঠিক রাখার জন্য মাসে অন্তত ১ বার করে নির্ধারিত মাত্রায় চুন, লবন ও প্রোবায়োটিক ব্যবহার করা।
৩। মাছ চাষ করা পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ার ব্যবস্থা করতে হবে।
৪। মাছ চাষের পুকুরকে জলজ আগাছা মুক্ত রাখতে হবে।
৫। প্রতিবার জাল ব্যবহারের সময় পটাশ দিয়ে শোধন করে নেওয়া ও রোগাক্রান্ত মাছ সরিয়ে ফেলতে হবে। এই সময় প্রতিদিন একবার পুকুরে যেতে হবে এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে।
৬। পুকুরে ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
৭। মাছের জটিল কোন রোগ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আরো পড়ুনঃ মনোসেক্স তেলাপিয়ার স্বাস্থ্য ও রোগ ব্যবস্থাপনা
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার