সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

রকেট মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম – Priyocareer

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
রকেট মার্চেন্ট একাউন্ট

ব্যবসা কিংবা যাদের প্রতিদিন বড় বড় লেনদেন হয় তাদের আসলে রকেট মার্চেন্ট একাউন্ট খোলার প্রয়োজন হয়। কেননা, মার্চেন্ট অ্যাকাউন্টগুলো দিয়ে অনেক বেশী টাকা লেনদেন করা যায় এবং খরচও কম। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে খরচ যেমন বেশী তেমনি, ক্যাশ ইন ক্যাশ আউটেও লিমিট থাকে।

ইতোমধ্যে আমরা বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম নিয়ে একটি লেখা দিয়েছি। সেটা পড়ার পর, অনেকে জানতে চেয়েছেন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। রকেট Dutch Bangla Bank এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। খরচ মোটামুটি বেশ কম। খরচ বলতে মূলত, ক্যাশ আউট বা সেন্ড মানি আরকি।

যাইহোক রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলার মত এতো সহজ নয়। কেননা, এখানে তাদের দেয়া কিছু শর্ত পূরণ করতে হয়। সেসব শর্ত পূরণ করতে পারলেই কেবল তারা আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্ট দিবে।

মার্চেন্ট অ্যাকাউন্ট কি?

জনপ্রিয় কমার্শিয়াল ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সহযোজন হল রকেট। সময়ের সাথে সাথে মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে রকেটের। আজকাল তাই অর্থ লেনদেনের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে রকেট। যেহেতু মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার মাধ্যম হয়ে উঠেছে রকেট, তাই আপনি ব্যবসা করতে প্রয়োজন হবে রকেট মার্চেন্ট ব্যাংকিং। 

যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, ব্যবসার সাথে জড়িত বা নানা ধরণের ই-কমার্সের সাথে জড়িত রয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন বেশিরভাগ গ্রাহকের সাথে লেনদেন করতে হয়। অর্থ লেনদেনের ক্ষেত্রে সরাসরি লেনদেন প্রথা বেশ পুরনো। মানুষ এখন আধুনিক হয়েছে, পাশাপাশি সকল ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে।

তাই ব্যবসায়ীদের সাথে লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্টের ক্ষেত্রে, গ্রাহকদের প্রধান পছন্দ রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই একজন ব্যবসায়ী কিংবা বিক্রেতা অর্থ লেনদেনের ক্ষেত্রে বেছে নিতে পারেন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট। আপনি কি জানেন? কিভাবে খুলতে হয় রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট? আপনাদের সুবিধার কথা চিন্তা করে নিচে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি, আপনাদের উপকার হবে। 

আপনি যখন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, আপনি কখনো ঘরে বসে রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনাকে রকেট মার্চেন্ট অ্যাকাউন্টখুলতে হলে, রকেট এজেন্ট বরাবর যেতে হবে। আপনার এলাকার মধ্যে কোন রকেট এজেন্ট পয়েন্ট থেকে, দায়িত্বে নিয়োজিত আপনাকে আবেদন করতে হবে, রকেট মার্চেন্ট একাউন্টের জন্য।

একাউন্ট খোলার প্রয়োজনীয় কিছু কাগজপত্র

একাউন্ট খুলতে হলে, আপনাকে পূর্বে কিছু জিনিস নিজের সংগ্রহে রাখতে হবে।

একটি রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের যা যা লাগবে –

  • জাতীয় পরিচয়পত্রে/জন্ম নিবন্ধন/ড্রাইভিং লাইসেন্স।
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। 
  • সচল মোবাইল নম্বর। 
  • TIN সার্টিফিকেট। 
  • ব্যবসার ট্রেড লাইসেন্স। 
  • একটি ব্যাংক একাউন্ট। 
  • ই-মেইল এড্রেস।

রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম 

রকেট মার্চেন্ট একাউন্ট
রকেট লোগো

আপনি যদি রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে অনুসরণ করতে হবে নিচের ধাপসমূহ। যথা:

  • 16216 নাম্বারে ফোন করে নিকটস্থ এজেন্টের ঠিকানা কিংবা মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ঠিকানা জেনে নিতে হবে।
  • তারপর তাদের নিকট গেলে তারা একটি ফরম দিবে। ফরমের মধ্যে যাবতীয় তথ্যাদি যেমন নাম, ছবি, এনআইডি, মোবাইল নাম্বার, টিন নাম্বারসহ  যাবতীয় তথ্যাদি পূরণ করতে হবে। মনে রাখবেন আইডি কার্ডের তথ্য অনুযায়ী ফরম পূরণ করতে হবে।
  • ফরমের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করলে আপনার তথ্যসমূহ যাচাই করা হবে। 
  • পরবর্তীতে আপনার দেওয়া মোবাইল নম্বরের ভিত্তিতে, আপনার একাউন্ট চালু হয়েছে কিনা আপনাকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

রকেট মার্চেন্ট অ্যাকাউন্টের সুবিধা 

রকেট মার্চেন্ট একাউন্টের অনেক সুবিধাদি রয়েছে। নিচে রকেট মার্চেন্ট একাউন্টের সুবিধাদি তুলে ধরা হল-

  • রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে কোন ধরণের লিমিট ছাড়াই গ্রাহকগণ তাদের পেমেন্ট প্রদান করতে পারবেন। ব্যক্তিগত একাউন্টে পেমেন্টের ক্ষেত্রে এক ধরনের সীমা থাকে। কিন্তু রকেট মার্চেন্ট একাউন্টে পেমেন্টে কোন ধরণের লি-মিট থাকে না বিধায়, কেনাকাটার ক্ষেত্রে একমাত্র পছন্দ রকেন্ট মার্চেন্ট একাউন্ট। 
  • রকেট মার্চেন্ট একাউন্টে পেমেন্ট করলে কোন ধরনের অতিরিক্ত চার্জ কাটা হবে না। ব্যক্তিগত একাউন্ট থেকে যদি কোন পেমেন্ট করা হয় সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটে। কিন্তু আপনি যদি রকেট মার্চেন্ট একাউন্টে পেমেন্ট করেন তাহলে আপনার অতিরিক্ত কোন চার্জ কাটা হবে না।
  • রকেট মার্চেন্টে পেমেন্ট করার ক্ষেত্রে অনেক ধরণের ডিসকাউন্ট পাওয়া যায়। এতে সহজে যে কোন গ্রাহক কেনাকাটায় আকৃষ্ট হবে মার্চেন্ট একাউন্টে।
  • রকেট মার্চেন্টে টাকা অনেক নিরাপদে লেনদেন করা যায়, বিধায় আজকাল সকলের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে রকেট মার্চেন্ট একাউন্ট। 

রকেট মার্চেন্টের অসুবিধা

সুবিধার পাশাপাশি মার্চেন্ট একাউন্টের কিছু অসুবিধাও রয়েছে। চলুন জেনে আসি মার্চেন্ট একাউন্টের অসুবিধা সমূহের কথা-

  • রকেট মার্চেন্ট একাউন্টে পেমেন্ট কোন ধরনের এজেন্ট থেকে কেউ টাকা তুলতে পারবেনা। বরং টাকা উত্তোলনের জন্য আপনাকে ব্যাংকের শরণাপন্ন হতে হবে। ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য আবেদন করতে হবে। আবেদনের একদিন পর নির্দিষ্ট ব্যাংকের কার্যদিবসের মধ্যে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। 
  • যে অপারেটরে মার্চেন্ট একাউন্ট খোলা তার মধ্যেই গ্রাহকগণ পেমেন্ট করতে পারবেন। অন্য মার্চেন্ট একাউন্ট থেকে রকেট মার্চেন্ট একাউন্টে টাকা উত্তোলন করতে পারবেন না।
  • ঘরে বসে মার্চেন্ট একাউন্ট খোলা যায় না। বরং মার্চেন্ট একাউন্ট খুলতে হলে আপনাকে যে একাউন্ট খুলবেন সেই একাউন্টের জন্য আপনার নিকটবর্তী এজেন্টের কাছে যেতে হবে।

উপসংহার

সময়ের সাথে সাথে মার্চেন্ট একাউন্ট জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠছে রকেট মার্চেন্ট একাউন্ট। তো এবার আসুন যারা নগদ অ্যাকাউন্ট খুলতে চান। তারা, নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম লেখাটি পড়তে পারেন।



Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102