ব্যবসা কিংবা যাদের প্রতিদিন বড় বড় লেনদেন হয় তাদের আসলে রকেট মার্চেন্ট একাউন্ট খোলার প্রয়োজন হয়। কেননা, মার্চেন্ট অ্যাকাউন্টগুলো দিয়ে অনেক বেশী টাকা লেনদেন করা যায় এবং খরচও কম। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে খরচ যেমন বেশী তেমনি, ক্যাশ ইন ক্যাশ আউটেও লিমিট থাকে।
ইতোমধ্যে আমরা বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম নিয়ে একটি লেখা দিয়েছি। সেটা পড়ার পর, অনেকে জানতে চেয়েছেন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। রকেট Dutch Bangla Bank এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। খরচ মোটামুটি বেশ কম। খরচ বলতে মূলত, ক্যাশ আউট বা সেন্ড মানি আরকি।
যাইহোক রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলার মত এতো সহজ নয়। কেননা, এখানে তাদের দেয়া কিছু শর্ত পূরণ করতে হয়। সেসব শর্ত পূরণ করতে পারলেই কেবল তারা আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্ট দিবে।
জনপ্রিয় কমার্শিয়াল ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সহযোজন হল রকেট। সময়ের সাথে সাথে মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে রকেটের। আজকাল তাই অর্থ লেনদেনের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হয়ে উঠেছে রকেট। যেহেতু মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার মাধ্যম হয়ে উঠেছে রকেট, তাই আপনি ব্যবসা করতে প্রয়োজন হবে রকেট মার্চেন্ট ব্যাংকিং।
যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, ব্যবসার সাথে জড়িত বা নানা ধরণের ই-কমার্সের সাথে জড়িত রয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন বেশিরভাগ গ্রাহকের সাথে লেনদেন করতে হয়। অর্থ লেনদেনের ক্ষেত্রে সরাসরি লেনদেন প্রথা বেশ পুরনো। মানুষ এখন আধুনিক হয়েছে, পাশাপাশি সকল ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে।
তাই ব্যবসায়ীদের সাথে লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্টের ক্ষেত্রে, গ্রাহকদের প্রধান পছন্দ রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই একজন ব্যবসায়ী কিংবা বিক্রেতা অর্থ লেনদেনের ক্ষেত্রে বেছে নিতে পারেন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট। আপনি কি জানেন? কিভাবে খুলতে হয় রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট? আপনাদের সুবিধার কথা চিন্তা করে নিচে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি, আপনাদের উপকার হবে।
আপনি যখন রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, আপনি কখনো ঘরে বসে রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনাকে রকেট মার্চেন্ট অ্যাকাউন্টখুলতে হলে, রকেট এজেন্ট বরাবর যেতে হবে। আপনার এলাকার মধ্যে কোন রকেট এজেন্ট পয়েন্ট থেকে, দায়িত্বে নিয়োজিত আপনাকে আবেদন করতে হবে, রকেট মার্চেন্ট একাউন্টের জন্য।
একাউন্ট খুলতে হলে, আপনাকে পূর্বে কিছু জিনিস নিজের সংগ্রহে রাখতে হবে।
একটি রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের যা যা লাগবে –
আপনি যদি রকেট মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে চান আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে অনুসরণ করতে হবে নিচের ধাপসমূহ। যথা:
রকেট মার্চেন্ট একাউন্টের অনেক সুবিধাদি রয়েছে। নিচে রকেট মার্চেন্ট একাউন্টের সুবিধাদি তুলে ধরা হল-
সুবিধার পাশাপাশি মার্চেন্ট একাউন্টের কিছু অসুবিধাও রয়েছে। চলুন জেনে আসি মার্চেন্ট একাউন্টের অসুবিধা সমূহের কথা-
সময়ের সাথে সাথে মার্চেন্ট একাউন্ট জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠছে রকেট মার্চেন্ট একাউন্ট। তো এবার আসুন যারা নগদ অ্যাকাউন্ট খুলতে চান। তারা, নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম লেখাটি পড়তে পারেন।