পোল্ট্রি খামারে ডিমের উৎপাদন কমে গেলে যেসব পদক্ষেপ নিতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার। আমাদের দেশে ডিম উৎপাদনের জন্য অনেকেই খামারে মুরগি পালন করে থাকেন। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করে থাকেন। আজকের এ লেখায় আমরা জেনে নিব পোল্ট্রি খামারে ডিমের উৎপাদন কমে গেলে যেসব পদক্ষেপ নিতে হবে সেই সম্পর্কে-
পোল্ট্রি খামারে ডিমের উৎপাদন কমে গেলে যেসব পদক্ষেপ নিতে হবেঃ
১। পোল্ট্রি খামারে ডিমের উৎপাদন কমে গেলে দেখতে হবে খামারের মুরগিগুলো কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা। মুরগি অসুস্থ হলে খামারে ডিমের উৎপাদন কমে যায়। মুরগি যাতে রোগে আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর রোগে আক্রান্ত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। পোল্ট্রি খামারে ডিমের উৎপাদন কমার অন্যতম কারণ হল খামারের তাপমাত্রা। খামারের অভ্যন্তরে তাপমাত্রার পরিবর্তন হলে তা ডিম উৎপাদনের ওপর প্রভাব ফেলে। এজন্য নিয়মিত খামারের তাপমাত্রা পরিমাপ করতে হবে এবং তাপমাত্রা কম-বেশি হওয়ার কারণ খুঁজে বের করতে হবে।
৩। মুরগির ডিম উৎপাদনের ক্ষেত্রে আলো অনেকটাই প্রভাব ফেলে। তাই খামারের মুরগিগুলোর জন্য প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে হবে।
৪। পোল্ট্রি খামারের লিটারগুলোর গুণগত মান ঠিক রাখতে হবে। লিটারের কারণে মুরগির খামারে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫। পোল্ট্রি খামারে ডিম উৎপাদন কমে যাওয়ায় আরেকটি অন্যতম কারণ হল খামারে মানসম্মত খাদ্য প্রদান না করা। খাদ্যের মাধ্যমে মুরগির শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ভিটামিনের চাহিদা পূরণ হয়ে থাকে।
আরও পড়ুনঃ স্বাদ ও পুষ্টিগুণে অনন্য মুরগির জাত কাদাকনাথ,…
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার