পুকুরে পাঙ্গাস চাষে পোনা মজুদের সময় মাছ চাষিদের করণীয় যেসব রয়েছে তা মৎস্য চাষিদের ভালোভাবে জানতে হবে। বর্তমান সময়ে পুকুরে মাছ চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে পাঙ্গাস মাছ অন্যতম। আজ আমরা জানবো পুকুরে পাঙ্গাস চাষে পোনা মজুদের সময় মাছ চাষিদের করণীয় সম্পর্কে-
পুকুরে পাঙ্গাস চাষে পোনা মজুদের সময় মাছ চাষিদের করণীয়ঃ
১। প্রত্যেক শতাংশে ৫০ গ্রাম ওজনের ১০০ থেকে ১৫০টি থাই পাঙ্গাস মাছের সুস্থ সবল পোনা মজুদ এবং ব্যবস্থাপনার সুবিধার জন্য শতাংশ প্রতি ৫ থেকে ৬টি কাতলা বা সিলভার কার্প মাছের পোনা ছাড়তে হবে।
২। মার্চ থেকে নভেম্বর মাছ দ্রুত বাড়ে। তাই মার্চ মাসের মধ্যে পোনা মজুদ করলে ভাল ফলাফল পাওয়া যায়। এজন্য এ সময়ে পাঙ্গাস মাছের পোনা মজুদ করতে হবে।
৩। পাঙ্গাস মাছ চাষে পুকুরে পোনা ছাড়ার পূর্বে পানির তাপমাত্রা ও অন্যান্য গুনাবলি যাতে হঠাৎ করে বেড়ে না যায় সেজন্য পোনাকে ধীরে ধীরে কমপক্ষে ৩০ মিনিট খাপ খাইয়ে পুকুরে ছাড়তে হবে।
৪। পাঙ্গাস মাছ চাষের সময় সার প্রয়োগের ৪ দিন পর পানির রং সবুজ বা বাদামি হলেই পুকুরে পোনা মজুদ করতে হবে।
৫। পাঙ্গাস মাছ পরিবহণের সময় পরিবহন জনিত কারণে পোনার শরীরে ক্ষত হতে পারে তাই বালতিতে ১০ লি. পানি নিয়ে এর মধ্যে ২০০ গ্রাম খাবার লবণ অথবা ১ চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশাতে হবে। এরপর বালতির উপর একটি ঘন জাল রেখে তার মধ্যে ২০০ থেকে ৩০০টি পোনা ছাড়তে হবে।
৬। কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষে প্রতি শতাংশে ৫০ থেকে ৬০টি পাঙ্গাস, ৮ থেকে ১০টি রুই, ১০ থেকে ১২টি সিলভার কার্প ও ৩০ থেকে ৩৫টি মনোসেক্স তেলাপিয়া মজুদ করলে বেশ ভাল ফল পাওয়া যায়।
আরও পড়ুনঃ মাছ চাষে লাভবান হওয়ার জন্য পুকুর প্রস্তুতিতে…
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার