বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নব-নির্মিত এই শহিদ মিনারের শুভ উদ্বোধন করা হয়।
নবনির্মিত শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,আওয়ামী লীগ নেতা এম এ রসিদ আকন, আব্দুল হক গোলাম হায়দার,মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাসান তেনজিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা প্রশাসন,শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক বৃন্দ, আওয়ামী লীগ,সাংবাদিক, যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ ও তাতীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
শুরুতে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন এসময় তিনি সহ সকল অতিথি বৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দোয়া মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।