দেশের খুচরা বাজারে সরকার কর্তৃক খোলা সয়াবিন তেলের দাম কেজি্প্রতি ১৬৮ টাকা নির্ধারণ করলেও ময়মনসিংহে খোলা সয়াবিনের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। এমতাবস্থায় হতাশ হয়ে পড়ছেন সাধারণ ক্রেতারা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারসহ আরও বেশ কয়েকটয়ি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
বাজারের বিভিন্ন দোকানে ঘুরে খোলা ও বোতলজাতকরণ সয়াবিন তেলের দামে ১৫ থেকে ২০ টাকা পার্থক্য দেখা যায়। খোলা সয়াবিন তেল তিন সপ্তাহে ৩০ টাকা বেড়ে ২০০ কেজি হয়েছে। পাম তেল ১৭৫, কোয়ালিটি তেল ১৮০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বোতলজাতকরণ সয়াবিন তেল ১৯০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে।
রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে ক্রেতাদের অনুকূল পরিবেশ নেই। পণ্যের কোনও সংকট না থাকলেও দাম বাড়তি। সরকার ১৬৮ টাকা নির্ধারণ করার পরেও ২০০ টাকা কেজি দরে সয়াবিন তল কিনতে হচ্ছে। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো দরকার বলেও তিনি মনে করেন।
সামসুল নামের আর এক ক্রেতা বলেন, তেলের দাম বাড়তি বলে এক পোয়া কিনেছি। প্রতিদিন কোন না কোণ পণ্যের দাম বেড়েই চলছে। যে হারে ব্যয় বাড়ছে সে হারে আয় বাড়েনি তাই অল্প করে কিনতে হচ্ছে।