ময়মনসিংহে পোলট্রি খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার গৌরীপুর ও তারকান্দা উপজেলার সীমান্তবর্তী বেলতলী ও শিমুলিয়া এলাকার অত্যাধুনিক ‘প্রোটিন সোর্স’ খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত সোমবার(২৮ ফেব্রুয়ারি) ভোরে দুষ্কৃতকারীরা এই খামারে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খামারের মালিক সামিউল আলম লিটন জানান, দুষ্কৃতকারীরা সিসি ক্যামেরার তার কেটে পরিকল্পিতভাবে এই খামারে আগুন দেয়। আর আগুন লেগে আমার ৬৫ হাজার লেয়ার মুরগির শেডটি পুড়ে প্রায় ১০ কোটি টাকার মালামালের ক্ষতি হয়।
স্থানীয়রা বলছেন, এ উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে প্রোটিন সোর্স নামের খামারটি গড়ে তোলেন কৃষিবিদ ড. সামীউল আলম লিটন। খামারটিতে ডিম ও মুরগি উৎপাদন করা হয়। গত সোমবার ভোরে ফার্মের ‘গাডেক্স ইন্ডিয়ান’ শেডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ৯৯৯ ফোন দেন ফার্মের ম্যানেজার হুমায়ুন কবীর।
খামারি সামীউল আলম লিটন জানান, একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই খামারটি গড়ে তোলেন তিনি। কিন্ত অগ্নিকাণ্ডে ফার্মের ৬৫ হাজার মুরগির ধারণ ক্ষমতা সম্পন্ন কর্মাশিয়াল মডার্ন শেডটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০কোটি টাকার ক্ষতি হয়েছে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল বলেন, ঐ খামারে আগুন লাগার খবর পেয়ে আমরা খামারটি পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আরো পড়ুনঃ বাণিজ্যিকভাবে হাঁস পালনে স্বাবলম্বী হচ্ছেন নাটোরের খামারিরা
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার