ফজলুর রহমান,রংপুরঃ পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মেলায় ৫০টি স্টলে দেশী-বিদেশী বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিষ, দুম্বা, হাঁস, মুরগী, কবুতর, পাখি, প্রদর্শন করা হয়।
সোমবার(২৮ফেব্রুয়ারি) দিনব্যপী উপজেলার পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের উপজেলা কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলামের।
দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শণী মেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ডা: মোহাম্মদ আলী উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, তানজিনা আফরোজ, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, প্রকৌশলী মনিরুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ইটাকুমারীর চেয়ারম্যান আবুল বাশার, খামারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন রিপন প্রমুখ।