টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অনেক জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৮ মার্চ বিশেষ অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘পিক পারফর্মেন্স’ নামের এ অনুষ্ঠানে মার্কিন বহুজাতিক কোম্পানিটি নতুন ‘আইফোন এসই’ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। পুরো অনুষ্ঠান আগে থেকেই রেকর্ড করা থাকবে এবং তা অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউবে প্রচার করা হবে।
বলা হচ্ছে, অ্যাপলের নতুন আইফোনটি দেখতে বর্তমানটির মতোই, তবে এতে রয়েছে আরো গতিশীল প্রসেসর, উন্নত ক্যামেরা এবং ফাইভজি।
৮ মার্চের অনুষ্ঠানে হালনাগাদকৃত আইপ্যাড এয়ারের বিষয়েও ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রজন্মের মডেলটি ২০২০ সালে বাজারে এসেছিলো। নতুন মডেলের আইপ্যাড এয়ারটিতে আরো গতিশীল প্রসেসর এবং ফাইভজি। গুঞ্জন রয়েছে এখানে আইওএস ১৫ দশমিক ৪ থাকবে যার মাধ্যমে ফেইস মাস্ক দিয়ে ডিভাইসটি আনলক করা যাবে।
নতুন ম্যাক মডেল নিয়েও ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায় নি।
অঘোষিত অ্যাপল সিলিকন ম্যাক প্রো নিয়েও কিছুটা আভাস দেয়া হতে পারে। ধারণা করা হচ্ছে এ ডিভাইসটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে।
ইন্টারনেট/আরএপি