সময়ের কণ্ঠস্বর, ঢাকা: পবিত্র রমজান মাস অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনগণ পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন। এই মাসে সাহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ০৩ এপ্রিল। এজন্য সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন ৫ মার্চ সময়সূচি চূড়ান্ত করার পর, মঙ্গলবার (০৮ মার্চ) তা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকার জন্য সেহরির শেষ সময় সুবেহ সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ফজরের ওয়াক্তের শুরু সুবেহ সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। ফলে সেহরির শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আযান দেয়া যাবে।
আর ইফতারের ক্ষেত্রে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে সময় নির্ধারণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রোজা পালন করা হলে সেহরির শেষ সময় হবে ভোর ৪টা ২৭ মিনিট। আর ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ৩৩ মিনিট। আর ইফতারের সময় ঠিক করা হয়েছে ৬টা ১৯ মিনিটে।
ঢাকার সময়ের সঙ্গে অন্য জেলাগুলোর অবস্থানের কারণে সময়ের তারতম্য ঘটে। তাই ঢাকার বাইরে জেলাগুলোর ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে এই সময়সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
সেহরি ও ইফতারের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন-