ফুলটির নাম বনজুঁই/ ভাট/ ঘেঁটু ইত্যাদি নামে বাংলার বিভিন্ন অঞ্চলে ডাকা হয়। এই ভেষজ উদ্ভিদটি বিভিন্ন ঝোপঝাড়ে দেখা যায়। এর রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ-
চর্ম রোগে বনজুঁইঃ-
যাদের বিভিন্ন চর্ম সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত এই বনজুঁই/ভাট ফুল সংগ্রহ করে এটি রস করে দিনে বার দুই ক্ষত স্থানে মালিশ দিতে পারেন তাহলে আপনার যে কোন চর্ম রোগ দ্রুত সেরে যাবে। এভাবে ১০- ১৫ দিন নিয়মিত ব্যাবহার করলে চর্ম রোগের জন্য ভাল ফল পাওয়া যায়।
পোকামাকড় কামড়ালে বনজুঁই/ভাট ফুলঃ-
অনেক সময় বিষাক্ত পোকামাকড় কামড় দিনে অনেক ব্যাথা করে এবং ফোলে যায় সে ক্ষেত্রে এই বনজুঁই/ভাট ফুল সংগ্রহ করে ছেঁচে রস করে এই ক্ষত স্থানে মালিশ করলে ফোলা ও ব্যাথা দ্রুত কমে যায়।
কৃমি প্রতিরোধেঃ-
ভাট গাছের পাতার রস কৃমি প্রতিরোধে দারুণ কাজ করে থাকে। কৃমি নাশক হিসেবে কাজ করা ছাড়াও আরও অন্যান্য রোগেরও কাজ করে এই ভাট ফুল।
আরো পড়ুনঃ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাক ‘শুষনি’
একেকেবিডি ডেস্ক
প্রকৃতির দান / আধুনিক কৃষি খামার