সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ চুরি হয়েছিল গর্ভবতী গাভি, ৫ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর! মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা মোরেলগঞ্জে সরকারি রাস্তা কেটে ৫ বছর ধরে ঘেরে পানি তুলছেন প্রভাবশালী

এলো নতুন আইপ্যাড এয়ার, বিক্রি শুরু ১৮ মার্চ

  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
এলো নতুন আইপ্যাড এয়ার, বিক্রি শুরু ১৮ মার্চ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মঙ্গলবার আইপ্যাড এয়ারের নতুন সংস্করন উন্মোচন করলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির পক্ষ বলা হয়েছে, ১৮ মার্চ থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। শুরুর দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার।

জানা গিয়েছে, আইপ্যাড এয়ার ৬৪জিবি এবং ২৫৬ জিবি উভয় কনফিগারেশনেই পাওয়া যাবে। ডিভাইসটিতে ওয়াই-ফাই এবং সেলুরার মডেলও থাকবে।

আইপ্যাড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ম্যানেজার অ্যাঞ্জেলিনা কায়াজিক বলেছেন, নতুন আইপ্যাড এয়ারে এমওয়ান চিপ সংযুক্ত থাকবে। এই চিপটি ইতোমধ্যে আইপ্যাডপ্রোতে ব্যবহার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, নতুন আইপ্যাডএয়ার এমনভাবে নকশা করা হয়েছে যা আইপ্যাডএয়ারের আগের প্রজন্মের এ১৪ এর  তুলনায় ৬০ শতাংশ বেশি দ্রুত কার্যক্ষমতা যোগ করবে।

Techshohor Youtube

এছাড়া এমওয়ান চিপের সুবাদে নতুন আইপ্যাডটি আগের সংস্করনের তুলনায় দ্বিগুন গতিতে গ্রাফিকসের কাজ করতে সক্ষম হবে। আইপ্যাড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ম্যানেজার অ্যাঞ্জেলিনা কায়াজিক দাবি করেছেন, এর গতি আইপ্যাডটিকে ‘সমপর্যায়ের দ্রুতগতিসম্পন্ন প্রতিদ্বন্দ্বী ট্যাবলেটগুলোর তুলনায় আরো গতিশীল করেছে।’

তিনি আরো বলেন, ‘নতুন আইপ্যাডের দামের পরিসরে সর্বাধিক বিক্রিত উইন্ডোজ ল্যাপটপের তুলনায় দ্বিগুন দ্রুতগতিসম্পন্ন।  আর আইপ্যাডএয়ারের তুলনায় ল্যাপটপটি তিনগুন মোটা এবং চারগুনন ভারী।’

অ্যাপলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করারর জন্য প্রোক্রিয়েটের সাথে একটি ফিল্টার আঁকা অথবা স্কেচআপে বাচ্চাদের বেডরুম ডিজাইন করার মতো কাজ করে এটি। এমওয়ান চিপের কল্যাণে নতুন এয়ারপ্যাডটি মোবাইল গেমের পাওয়ারহাউজ হয়ে উঠবে বলেও বলা হয়েছে।

নতুন আইপ্যাড এয়ারে পিথ্রি সাদা রং, ট্রু টোন,৫০০ নিট উজ্জ্বলতা এবং অ্যান্টি-রিফ্লেক্টিটিভ আবরন রয়েছে।

অ্যাপল কর্মকর্তা কায়াজিক বলেছেন, ‘নতুন আইপ্যাডের আরেকটি বড় পরিবর্তন হলো এর সামনের ক্যামেরা কারন এতে ১২এমপি, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যা সেন্টার স্টেজ সাপোর্ট করবে। বন্ধু, সহকর্মী এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করার জন্য এটি খুবই জনপ্রিয় হবে। এখন থেকে আইপ্যাডের সব মডেলেই সেন্টার স্টেজ ফিচার থাকবে।’

আইপ্যাড এয়ারটিতে ফাইভজি সক্ষমতা রয়েছে এবং ড্রাইভে দ্রুত সংযোগসক্ষম করতে এর ইউএসবি-সি পোর্ট আরো উন্নত করা হয়েছে। আগের মডেলের তুলনায় এটি দ্বিগুন গতিসম্পন্ন, যার সুবাদে বড় ছবি বা ভিডিও দ্রুত স্থানান্তর করা যাবে।

নতুন আইপ্যাড এয়ারটিতে স্মার্ট কিবোর্ড, দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিলের মতো আনুষাঙ্গিক উপকরনগুলো সমর্থন করবে।

ডিভাইসটি অ্যালুমিনিয়াম, টিন এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়েলসের মতো পুনঃব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। বাদামি, স্টারলাইট,গোলাপী এবং নীল এ তিনটি রংয়ে পাওয়া যাবে নতুন আইপ্যাড। শুক্রবার থেকেই গ্রাহকরা অর্ডার দেয়া শুরু করতে পারবেন।

জেডনেট/আরএপি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102