শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

তেলাপিয়া চাষে পোনার সঠিক যত্ন ও খাদ্য ব্যবস্থা | Adhunik Krishi Khamar

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
মাছ




তেলাপিয়া চাষে পোনার সঠিক যত্ন ও খাদ্য ব্যবস্থা কেমন হবে তা মৎস্য চাষিদের আগে থেকে জেনেই মাছের চাষ করতে হবে। মাছের প্রাকৃতিক উৎসগুলোতে এখন আর খুব একটা মাছ পাওয়া যায় না। তাই অনেকেই তাদের পুকুরে বিভিন্ন ধরণের মাছ চাষ করে থাকেন। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম। চলুন আজ জানবো তেলাপিয়া চাষে পোনার সঠিক যত্ন ও খাদ্য ব্যবস্থা সম্পর্কে-

তেলাপিয়া চাষে পোনার সঠিক যত্ন ও খাদ্য ব্যবস্থাঃ


প্রাথমিক কাজঃ


  • বাড়িতে চৌবাচ্চায় তেলাপিয়া মাছ চাষ করার জন্য আপনাকে প্রথমে পোনা সংগ্রহ করতে হবে।
  • এই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যেকোন নার্সারী হতে পোনা আহরন করতে হবে।
  • এছাড়াও আপনি অন্য পুকুর বা জলাশয় থেকে পোনা আহরণ করতে পারেন।
  • তবে পোনা ছাড়ার পর আপনাকে পোনার সঠিক যত্ন নিতে হবে।

চাষাবাদঃ


  • তেলাপিয়া মাছ মূলত ডিম পেড়ে মুখে রেখে বাচ্চা ফোটায়। যদি আপনি পোনা সংগ্রহ করে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে।

  • চৌবাচ্চায় তেলাপিয়া চাষ করার জন্য আপনাকে সঠিক নিয়ম অবলম্বন করতে হবে। চৌবাচ্চায় পোনা ছাড়ার ক্ষেত্রে প্রথমে অক্সিজেন ব্যাগে পরিবহনকৃত পোনা ব্যাগ সহ পানিতে ভাসিয়ে রাখতে হবে।

  • এরপর পরিবহনকৃত ব্যাগের পানি ও চৌবাচ্চার পানির তাপমাত্রা একই মাত্রায় আনতে হবে।

  • তারপর ব্যাগের মুখ খুলে চৌবাচ্চার পানি অল্প অল্প করে ব্যাগে দিতে হবে এবং ব্যাগের পানি অল্প অল্প করে চৌবাচ্চায় ফেলতে হবে।

  • ৪০-৫০ মিনিট সময় ধরে এরূপভাবে পোনাকে চৌবাচ্চার পানির সঙ্গে খাপ খাওয়াতে হবে।

মাছের খাদ্য প্রয়োগঃ


  • তেলাপিয়া মাছ চাষে আপনাকে নিয়মিত উপযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। তেলাপিয়া মাছ স্বাভাবিকভাবে প্রাকৃতিক খাদ্য হিসেবে শেওলা খেয়ে থাকে।
  • এছাড়াও তেলাপিয়া মাছ সবধরনের খাবার খেয়ে থাকে। তাই এদের চাষ করার ক্ষেত্রে আলাদা কোন খাবার এর প্রয়োজন হয় না।
  • তবে আপনি মাঝে মধ্যে চৌবাচ্চায় আলগা কিছু খাবার প্রয়োগ করতে পারেন।

 মাছ সংগ্রহঃ


চৌবাচ্চায় সঠিক নিয়মে তেলাপিয়া মাছ চাষ করলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ পেতে পারেন। যা আপনার পারিবারিক চাহিদা মিটিয়ে আপনি ইচ্ছা করলে এই মাছ বাজারে বিক্রিও করতে পারবেন।


আরও পড়ুনঃ পুকুরে রঙিন মাছ চাষে সফল যশোরের সালমান


মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার









Source by [সুন্দরবন]]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2023 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102