দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ২৫ জন প্রান্তিক ডেইরি এবং ফ্যাটেনিং খামারিদের অংশগ্রহণে খামার ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ মার্চ ২০২২, চট্টগ্রামের বোয়ালখালীতে এসএম ফ্যাশনের সহযোগিতায় ‘নিরাপদ ডেইরি এবং ফ্যাটেনিং খামার ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনের আরএসএম মাহবুব খুদা, এসটিএসএম ডাঃ সাদ্দাম হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ন এ্যানিমেল হেলথ, ইয়ন একুয়াকালচার ও ইয়ন ফিডের মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ খামারিবৃন্দ।
কর্মশালায় নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত শতভাগ হালাল নিরাপদ প্রাণী খাদ্যের প্রয়োজনীয়তা ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় খামারের বায়ো-সিকিউরিটির জন্য আদর্শ জীবাণুনাশক টিমসেন, পানি বিশুদ্ধকরণের জন্য ইকোসাল পিএইচ সহ অন্যান্য জৈবনিরাপত্তা পণ্য ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এছাড়াও মাছ চাষে ইয়ন এর ফিড, এনিমেল হেলথ প্রোডাক্টস ও ইয়ন এ্যকুয়াকালচারের মেট্রিক্স, টিমসেন, রুমিগাট সহ অন্যান্য পণ্য ব্যবহারে সন্তোষ প্রকাশ করেন খামারিরা!