বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল শরণখোলার ৭৫ ভূমিহীন পরিবার শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার! মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার মোরেলগঞ্জে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ

উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২ অনুষ্ঠিত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চাকরী করবো না চাকরী দেব – এই স্লোগানকে সামনে রেখে গত ১৫৩১ দিন ধরে টানা চলা প্রশিক্ষন প্ল্যাটফর্ম নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করেছে উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমি অভিভূত। বাংলাদেশের উদ্যোক্তাদের এই এগিয়ে যাওয়ার গল্প আমাদের সবাইকে বেশ অনুপ্রাণিত করছে, আমি এই ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবো।

Techshohor Youtube

মন্ত্রী আরো বলেন, আপনারা তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি,আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। আমরা যখন সরকারী সফরে বিদেশ যাই,তখন বিভিন্ন দেশের অফিসিয়ালরা আমাদের দেশের তরুণদের বেশ প্রশংসা করে।তারা বলে আপনাদের কাজের জন্যই বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে।

উদ্যোগের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, আজকে প্রমান হয়ে গেলো আরেকবার আমাদের প্লাটফর্মের শক্তি, আমরা নিয়মিত প্রশিক্ষন কাজ চালিয়ে যাবো। বিগত সময়ের মত একদিনের জন্যেও বন্ধ থাকবেনা উদ্যোক্তাদের এই প্রশিক্ষনের বিশ্ব ইতিহাস৷ আমরা ইতোমধ্যেই বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছি,  কাজ করে যাবো ভবিষ্যতের জন্য।

৬৪ টি জেলা ও ১৮টি দেশ থেকে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নিয়েছেন। তার মধ্যে ১২৫ জন উদ্যোক্তার পণ্য প্রদর্শন হয়েছে এই আয়োজনে। সারা পৃথিবীতে টানা হতে যাওয়া প্রশিক্ষন ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার মধ্যে এটি দীর্ঘতম। ছয় লক্ষের বেশী তরুণ তরুনী ১৭টি ব্যাচের মধ্যে টানা ৯০ দিন করে বিনামূল্যে কোনো ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। আয়োজনটিতে বিভিন্ন দেশ ও জেলার উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।  

আয়োজনে দিনভর উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ে সেশান নেয়া হয় । বিশেষ অতিথি হিসেবে এসোসিও (বাংলাদেশ) এর ফার্স্ট চেয়ারম্যান আবদুল্লাহ্ কাফি,  এসবি টেক & এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোনিয়া বশির কবির, জনপ্রিয় চিকিৎসক ডা.  জাহাঙ্গীর কবির, দৈনিক প্রথম আলোর হেড অফ ইয়ুথ পোগ্রাম মুনির হাসান, ইও বাংলাদেশের প্রেসিডেন্ট মাইক কাজী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নগদের চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লিঃ এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, দারাজের সিওমও তাজদীন হাসান। সেশান গুলোতে তারা উদ্যোক্তাদের জন্য নানা বিষয়ে পরামর্শ দেন এবং সকল বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102